খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

১২নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশে মাহফুজ

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মানুুষের অধিকারের নিশ্চয়তা পাবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৭ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


জামায়াতের মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ছাত্র-জনতা তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আন্দোলন করেনি। শুধু ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে। তাহলে যে দল গত ১৫ বছর ক্ষমতায় থেকে মানুষকে উন্নয়নের মহাসড়কের গল্প শুনিয়েছে সে দল কেন ক্ষমতা ছেড়ে এক মিনিটও থাকতে পারলো না? জামায়াতের রাজনৈতিক কর্মসূচিই হচ্ছে মানুষের অধিকার নিশ্চিত করা। আর মানুুষের অধিকারের নিশ্চয়তা পাবে কেবল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে। সেজন্য আমরা বলছি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। 
গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর  উদ্যোগে স্থানীয় দারুল কুরআন দাখিল মাদ্রাসার অডিটরিয়ামে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
১২ নং ওয়ার্ডের আমীর মাওলানা আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে সেক্রেটারি খান আমানুল্লাহ রাজা’র পরিচালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম। 
অন্যান্যের মধ্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও ফেডারেশনের মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খালিশপুর থানার আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, থানা সেক্রেটারি আব্দুল আওয়াল, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ ফয়সাল, মজিবুর রহমান বাবুল, শ্রমিকনেতা বেবি জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ