খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

খালিশপুরে উর্দুভাষী ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির সাথে বকুলের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খালিশপুর ১২ নং ওয়ার্ডে অবস্থিত উর্দুভাষী ১, ৩ ও ৭ নং ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। বুধবার রাতে ১২ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আমরা আপনাদের সমস্যাগুলো জানি এবং তা সমাধানে সর্বাত্মক চেষ্টা করব।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হবে, যে সরকার জনগণের অধিকার নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”
ওয়ার্ড বিএনপি’র জাহিদুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খোদা বক্স কাল্লু কোরাইশি, এসপিজিআরসি নেতা হুমায়ুন কবীর এবং প্রতিটি ক্যাম্পের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করেন। ক্যাম্পের প্রতিনিধিরা তাদের বক্তব্যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থান সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। রকিবুল ইসলাম বকুল ধৈর্য ধরে সবার কথা শোনেন এবং বিএনপি ক্ষমতায় আসলে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্র“তি দেন।

্রিন্ট

আরও সংবদ