খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

সদর থানা বিএনপি’র জরুরি প্রস্তুতি সভা

আসন্ন নির্বাচন হবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণের লড়াই : তুহিন

খবর বিজ্ঞপ্তি |
০২:০১ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা সদর থানা বিএনপি’র উদ্যোগে জরুরি প্রস্তুতি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা, কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 
সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচন হবে এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণের ভোটের লড়াই।” 
তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। প্রতিটি ইউনিটে উঠান বৈঠকের মাধ্যমে জনগণের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিন।” সভায় সভাপতিত্ব করেন খুলনা সদর থানা বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবির।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, নাসির উদ্দীন, মশিউর রহমান নান্নু, আবু সাঈদ শেখ, শফিকুল ইসলাম জোয়ারদার জলি, মাসুদুল হক হারুন, গাজী আফসার উদ্দিন মাস্টার, মনিরুজ্জামান মনির, জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম খান জুয়েল, বায়েজিদ হোসেন, মঞ্জুরুল আলম, সওগাতুল আলম সগির, মোল্লা নুরুল ইসলাম, আমিন আহমেদ, মিশকাত আলী, আযাদ হোসেন, জমির হোসেন দিপু, রফিকুল ইসলাম, বাবুল রানা, মুরাদ হোসেন, সেখ সরোয়ার, মাফিজুল ইসলাম, মেহেদী হাসান লিটন, ময়েজ উদ্দিন চুন্নু, মইনুল ইসলাম কিরন, শাহিনুল ইসলাম, জিয়াউর রহমান আপন, আজমল আলী খান শাহীন, হাসিবুর রহমান চৌধুরী, মঈন উদ্দিন, ফয়েজ আহম্মেদ, আবুল কালাম আযাদ লাভলু, এবং আমীন শেখ প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, খুলনা সদর থানা বিএনপি আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে রয়েছে। তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী প্রতিটি নেতাকর্মীকে এখনই সংগঠিত হতে হবে।
সভায় সিদ্ধান্ত হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, এবং প্রত্যেক ইউনিটে উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি গ্রহণ করা হবে। 
শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠনের প্রতি আনুগত্য ও সক্রিয় ভূমিকা রাখার আহক্ষান জানান।

্রিন্ট

আরও সংবদ