খুলনা | শুক্রবার | ১৭ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

পৃথক পথসভায় আজিজুল বারী হেলাল

ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৪ এ.এম | ১৭ অক্টোবর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশ এক গভীর রাজনৈতিক সংকটে পড়বে।
গতকাল বৃহস্পতিবার রূপসা ও তেরখাদার বিভিন্ন স্থানে পথসভা, জনসভা এবং মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হেলাল সকালে আইচগাতীর স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
পরে পালেরহাট বাজারে বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে দোকানদার ও পথচারীদের সঙ্গে করমর্দন করেন। এরপর শেখপুরা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তেরখাদায় মহিলা দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। 
সভায় তিনি বলেন, উপদেষ্টারা যদি আন্তরিক হয়ে দেশে গণতন্ত্র রক্ষার্থে একটি নিরঙ্কুশ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হন, তবে দেশ গড্ডালিকায় পড়ে যাবে। আমি বিশ্বাস করি-উপদেষ্টারা কোনো পক্ষপাতিত্ব করবেন না, গণতন্ত্র রক্ষায় নিরপেক্ষ ভূমিকা রাখবেন।”
তিনি আরও যোগ করেন, “নির্বাচন কমিশনের এখন থেকেই সিভিল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত রাখতে হবে। কোনোভাবে নির্বাচন ব্যর্থ হলে কমিশন সেই দায় এড়িয়ে যেতে পারবে না। গণতন্ত্র বিক্রিত হতে পারে-তাই আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।”
নারীর অধিকার ও ক্ষমতায়ন প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন, “নারীদের সমান অধিকার কাগজে-কলমে নয়, বাস্তবে নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষার পরিবেশ, নিরাপদ চলাচলের সুযোগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করলে এ অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে, নারী-পুরুষ বৈষম্যও দূর হবে।”
তিনি মহিলা দলের নেত্রীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, তেরখাদায় নারী ও পুরুষ প্রায় সমান ভোটার। আপনারা জনগণের সঙ্গে কথা বলুন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিন।” সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহবায়ক কহিনুর বেগম।
অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপি’র সদস্য আব্দুস সালাম মল্লিক, উপজেলা বিএনপি সার্চ কমিটির আহবায়ক চৌধুরী কাওছার, জেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ, সদস্য ফখরুল ইসলাম বুলু, এফএম হাবিবুর রহমান, মোল্লা মাহাবুবুর রহমান, ইকরাম হোসেন জোমাদ্দার, সরকার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীর নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবির ও জাহিদ।

্রিন্ট

আরও সংবদ