খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

কেশবপুর জমি নিয়ে বিরোধ ভিটে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা

কেশবপুর প্রতিনিধি |
১১:১৮ পি.এম | ১৭ অক্টোবর ২০২৫


কেশবপুর জমি নিয়ে বিরোধের জের ধরে এক অসহায়কে মারপিট ও ৪০ বছরের দখলিও সম্পত্তির থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় আহত হোসেন আলী বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন। 
থানার অভিযোগ স‚ত্রে জানা গেছে, ঈমাননগর গ্রামের মৃত নাওশের আলীর পুত্র অসহায় হোসেন আলী (৫০) প্রায় ৩০ বছর ধরে তার ক্রয়কৃত এক শতক জমি ও সরকারি খাস খতিয়ানের তিন শতক জমির উপরে বসবাস করে আসছে। বিবাদী একই গ্রামের আব্দুল জবক্ষার দফাদারের পুত্র মাষ্টার আমিনুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুস সাত্তার গড়ভাঙ্গা গ্রামের আকবক্ষার মোড়লের ছেলে আব্দুল হাকিম, আব্দুর রহিম ও আব্দুল খালেক দলবদ্ধ হয়ে অসহায় হোসেন আলীর বাড়ির ভিতরে প্রবেশ করে জমির দখল কবে ছেড়ে দিবি বলে মারপিট করে। বিবাদীগণ পুনরায় ৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে তার বাড়িতে গিয়ে দখল কবে ছাড়বি বলে হামলা করে তাকে টেনে হিঁচড়ে রাস্তার পরে এনে মারপিট করতে থাকে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে তাকে রাস্তার উপরে ফেলে বিবাদীগণ স্থান ত্যাগ করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে । বর্তমান তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে বিবাদী মাস্টার আমিনুল ইসলাম গং বলেন, মারপিটের ঘটনা তেমন ঘটেনি, তবে হোসেন আলীর জায়গার সাথে আমাদের জায়গা কেনা আছে সেই সূত্রে ওই খাস জমির আমরাই দাবীদার। এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ