খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

তালায় খলিশখালী ইউনিয়নে জামায়াতের মহিলা সমাবেশ

তালা প্রতিনিধি |
১১:২৬ পি.এম | ১৭ অক্টোবর ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেছেন,দেশকে সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে পুরুষদের পাশাপাশি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে হলে নারীদেরও অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে। আদর্শ ও নৈতিকতা দিয়েই একটি স্বচ্ছ সমাজ গড়ে তোলা সম্ভব।
শুক্রবার সকালে তালা উপজেলার খলিশখালী ইউনিয়ন মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খলিশখালী আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাস্টার শহিদুল্লাহ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক গাজী রেজাউল করিম প্রমুখ।
একই দিনে বিকেল ৩টা ৩০ মিনিটে খলিশখালীর দুধলি ওয়ার্ড শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক গাজী রেজাউল করিম মনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ ও ইউনিয়ন সভাপতি মাস্টার শহিদুল­াহ মোড়ল প্রমুখ।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তার বক্তব্যে বলেন,“আমাদের নিজেদের সৎ রাখতে হবে, অন্যায় ও অন্যায়ের সহযোগিতা থেকে বিরত থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারলেই আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”

্রিন্ট

আরও সংবদ