খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ২ কার্তিক ১৪৩২

সাংবাদিক হায়াত হত্যার বিচার দাবি

চুলকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা শামীমের মতবিনিময়

সিএন্ডবি বাজার (বাগেরহাট) প্রতিনিধি |
১১:২৭ পি.এম | ১৭ অক্টোবর ২০২৫


বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিমিয়কালে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যার আসামিদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। শুক্রবার বিকালে প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক আরিফ ঢালী, সাংগঠনিক সম্পাদক শেখ মিরানুজ্জামান মিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন শাওন, মিজানুর রহমান মিঠু, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সাকিব হাসান জনি, মুরাদ শেখ, রুম্মান মাহমুদ শৈশব প্রমুখ।
কৃষিবিদ শামীম জানান সাংবাদিকদের সাথে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পারস্পকির সম্পর্কের উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। স্বৈরাচারের দোসররা বিএনপি’র নামে মিথ্যা অপপ্রচার ও প্রপোগন্ডা না ছাড়াতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিএনপি’র নীতি আদর্শ রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোন সম্পর্ক নেই । সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে তিনি ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বলেন গণমাধ্যম সমাজের দর্পণ। চুলকাঠি প্রেসক্লাবের সাংবাদিকরা সকল দুর্নীতি অপকর্ম প্রতিনিয়ত খবরের পাতায় তুলে ধরেন। গণমাধ্যম সঠিকভাবে কাজ করার সুযোগ পেলে এবং মানুষ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে দেশের উন্নতি হবে।

্রিন্ট

আরও সংবদ