খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

জাতীয় মুক্তি কাউন্সিল প্রয়াত সভাপতি বদরুদ্দীন উমরের স্মরণ সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ১৮ অক্টোবর ২০২৫


জাতীয় মুক্তি কাউন্সিলের সাবেক সভাপতি কমরেড বদরুদ্দীন উমরের জীবনাবসানে শুক্রবার বিকেল ৪টায় খুলনা প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সম্পাদক ফয়জুল হাকিম লালা। সভার শুরুতে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বাঙলাদেশ লেখক শিবির-এর সম্পাদক বরকত আলীর পরিচালনায় বদরুদ্দীন উমর এর রাজনৈতিক জীবন ও তাঁর লেখা ১০৩ এরও অধিক গ্রন্থপঞ্জির উপর আলোচনা করেন গণতান্ত্রিক বিপ্লবী জোটের সদস্য সচিব আনোয়ার হোসেন, বাঙলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ সাহা, কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হংস শুভ্র হালদার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, গণসংহতি আন্দোলনের জেলা আহŸায়ক মুনীর চৌধুরী সোহেল ও ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মারুফ হোসেন প্রমুখ। 
বক্তারা বলেন, শ্রমিক-কৃষক, নিপীড়িত জাতি ও জনগণের নেতা ও সংগঠক, মার্কসবাদী-লেলিনবাদী কমিউনিস্ট বিপ্লবী বদরুদ্দীন উমরের মৃত্যুতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিস্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিক শ্রেণির নেতৃত্বে জনগণের সার্বিক মুক্তির সংগ্রামে তিনি ছিলেন সক্রিয় ও অবিচল। বিদ্যমান পুঁজিবাদী সমাজের লোভ-লালসা, পুরস্কার, আত্মপ্রতিষ্ঠার হাতছানি হতে বিযুক্ত হয়ে তিনি তাঁর সমগ্র জীবনকে মেহনতী মানুষের সংগ্রাম ও সংগঠনে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে তিনি যে ভ‚মিকা রেখেছেন, হিম্মত দেখিয়েছেন তা ছিল অভ‚তপ‚র্ব। জুলাই গণআন্দোলনকে দেশবাসীর সামনে উন্মোচিত করেছিলেন এ অঞ্চলে এযাবৎকালের সবচেয়ে ব্যাপক ও আক্রমণাত্মক গণঅভ্যুত্থান হিসেবে। বক্তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ কায়েমের লক্ষ্যে, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সকল বাম-প্রগতিশীল রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত হওয়ার আহবান জানান। 
স্মরণ সভা শেষে “বদরুদ্দীন উমর : চিরন্তন দীপশিখা”  এবং “৩৬ জুলাই : স্টেট ভার্সেস পিপল” এই দুইটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
 

্রিন্ট

আরও সংবদ