খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

হিরার শোকাহত পরিবারের পাশে নাগরিক ফোরাম

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ১৮ অক্টোবর ২০২৫


নগরীর ২৫নং ওয়ার্ড নাগরিক ফোরামের নাগরিক নেতা হিসাবে কার্যকরী সদস্য নির্বাচিত প্রয়াত মোঃ আবু তাহের হিরা। গত ১১ অক্টোবর ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে তিনি নাগরিক নেতা নির্বাচিত হয়েছিলেন। তাঁর অকাল মৃত্যু নাগরিক ফোরাম এক নাগরিক নেতা হারালো।
নাগরিক ফোরাম কেন্দ্রীয় সদস্য সচিব এসএম ইকবাল তুহিন ২৫নং বসুপাড়াস্থ প্রয়াত হিরার নিজ বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর সাথে ছিলেন নাগরিক ফোরাম নির্বাচনী মনিটরিং সেলের সদস্যবৃন্দ, ২৫নং ওয়ার্ড নাগরিক ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার নাগরিক নেতৃবৃন্দ। 
প্রয়াত মোঃ আবু তাহের হিরার মৃত্যুতে নাগরিক ফোরাম চেয়ারপার্সন রফিকুল ইসলাম খোকন, নাগরিক নেতা স্বপনগুহ, প্রদীপ ভাদুড়ীসহ নাগরিক ফোরাম পরিবার গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

 

্রিন্ট

আরও সংবদ