খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

খুলনায় লালন তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা

তথ্য বিবরণী |
১২:১৪ এ.এম | ১৮ অক্টোবর ২০২৫


খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে লালন তিরোধান দিবস, ২০২৫ উপলক্ষে আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। 
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন লালন শুধু আমাদের দেশেরই সম্পদ নয়, তিনি বিশে^র সম্পদ। তার সৃষ্টির আবেদন সর্বজনীন। লালনকে নিয়ে আরও গবেষণা হওয়া দরকার যাতে মানুষ তা থেকে উপকৃত হতে পারে। তিনি আরও বলেন, সরকার এই প্রথম লালন তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন এবং মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়। আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার প্রফেসর মাজহারুল হান্নান এবং সরকারি ব্রজলাল কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ ও জেলার স্থানীয় লালন তথা লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

্রিন্ট

আরও সংবদ