খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

মোংলায় খাল থেকে নবজাতকের ভাসমান লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি |
১২:২৬ এ.এম | ১৮ অক্টোবর ২০২৫


মোংলায় খাল থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মনপুরা ব্রিজ সংলগ্ন খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তবে লাশটির অনুসন্ধানে কাজ করছে প্রশাসনের একটি টিম বলে জানায় ওসি মোঃ আনিসুর রহমান।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান দুপুরের দিকে জোয়ারের সময় খালে পাড়ে একটি গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় নবজাতকের মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে মোংলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। খালে ভাসমান মরদেহটি কন্যা সন্তান। তবে বিভাবে বা কোথা থেকে খালে ভেসে আসলো, কারাই বা এর সাথে জড়ির তার অনুসন্ধানে কাজ করছে প্রশাসন বলে জানায় পুলিশ।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান শহরের মনপুরা ব্রিজ সংলগ্ন খাল থেকে উদ্ধার করা নবজাতকের বয়স আনুমানিক ৪ থেকে ৫ দিন হবে। মরদেহটি খালে ভাসমান থাকায় ইতোমধ্যে কিছুটা পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে জন্মের পর পরই লোক লজ্জার ভয়ে খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং যারা জড়িত থাকবে তাদের বিরুদেদ্ধ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় তিনি। 

্রিন্ট

আরও সংবদ