খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট কর্নেল রান্দ্রিয়ানিরিনা

খবর প্রতিবেদন |
১২:৪৮ এ.এম | ১৮ অক্টোবর ২০২৫


মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সেনাবাহিনীর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা। এর আগে দেশ ছেড়ে পালান সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। এরপর  সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করে। দেশটির উচ্চ সাংবিধানিক আদালত শুক্রবার এক অনুষ্ঠানে মাইকেল রান্দ্রিয়ানির নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুুমোদন করা হয়। সা¤প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে পানি ও জ্বালানি সংকট নিয়ে বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছে। এতে এ পর্যন্ত কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত আরও ১০০। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 
এতে বলা হয়েছে, শুক্রবার রান্দ্রিয়ারিনা বলেন, আজ আমাদের দেশ ঐতিহাসিক মোড় নিয়েছে। দেশের মানুষের পরিবর্তনের তীব্র আকাঙ্খা ও দেশের প্রতি তীব্র ভালোবাসার জন্য আমাদের দেশের নতুন যাত্রা শুরু হয়েছে। ওই অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও জেনজিদের প্রতিনিধিত্বকারীরা ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও ফ্রান্সের বেশ কয়েকজন বিদেশি প্রতিনিধি দলও ছিলো। 
সদ্য দায়িত্ব গ্রহণ করা ওই প্রেসিডেন্ট বলেন, দেশের সকল বাহিনীর সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা এক সঙ্গে কাজ করবো। বলেন, আমরা অতীতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রতিশ্র“তিবদ্ধ। আমাদের মূল উদ্দেশ্য হলো দেশের প্রশাসনিক, আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটানো। আরও বলেন, এর আগে সামরিক বাহিনী দায়িত্ব গ্রহণ করেছে এবং পার্লামেন্টের নিম্ন কক্ষ ও জাতীয় পরিষদ বাদে সকল প্রতিষ্ঠান ভেঙ্গে দিয়েছে।
এ বিষয়ে আল জাজিরার সাংবাদিক ফাহমিদা মিলার বলেন, রান্দ্রিয়ানিরিনা সাবধানে তার দায়িত্ব বেছে নিয়েছেন। আমার মনে হয়, তার কাছে যা গুরুত্বপূর্ণ তা হলো একটি ধারণা তৈরি করা যে শপথ গ্রহণ অনুষ্ঠানের চারপাশে সাংবিধানিক নির্দেশিকা রয়েছে।  ৫১ বছর বয়সী ক্যাপসাট ইউনিটের ওই কমান্ডার ১৮-২৪ মাসের মধ্যে নির্বাচনের প্রতিশ্র“তি দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, সর্বসম্মত প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পরামর্শ চলছে। আন্তর্জাতিক সমালোচনার মাঝে তিনি অভ্যুথানের অভিযোগ অস্বীকার করেন।
এ সময় তিনি তার নতুন ভূমিকার প্রতি সাংবিধানিক আদালতের সমর্থনের দিকে ইঙ্গিত করেন। রাজোয়েলিনার শিবির অবশ্য ক্যাপসাট কমান্ডারের প্রতি দেশটির সাংবিধানিক আদালতের সমর্থনের বিষয়টির সমালোচনা করেছে। তারা রাজোয়েলিনাকে নেতা হিসেবে রাখার জোর দাবি জানিয়েছে। বলেন, সাবেক ওই প্রেসিডেন্ট সমস্যার সমাধানে কাজ করছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সরকারি বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভকারীদের দমনের অভিযোগ করা হয়। এতে বেশ কয়েকজন আহত ও নিহত হন। এরপর ১১ অক্টোবর ক্যাপসাট ঘোষণা দেয় যে, তারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর আদেশ প্রত্যাখান করবে।

্রিন্ট

আরও সংবদ