খুলনা | শনিবার | ১৮ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

নগরীতে স্ত্রী-সন্তানের সাথে বিশ্রাম নিচ্ছিলেন যুবক, ঘরে ঢুকে গুলি

নিজস্ব প্রতিবেদক |
০১:৩১ এ.এম | ১৮ অক্টোবর ২০২৫


স্ত্রী ও সন্তানের সাথে বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন যুবক সোহেল। হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে বাড়ির সামনে আসে ৬ দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই ঘরে ঢুকে তারা সোহেলের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি সোহেলের চোখের নিচে বিদ্ধ হয়।  গতকাল শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে নগরীর কাস্টমস ঘাট এলাকায় এঘটনা ঘটে। 
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, সোহেল পরিবার নিয়ে ওই এলাকার মনিরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। দুপুরে স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর ২টা ১০ মিনিটের দিকে হঠাৎ তিনটি মোটরসাইকেলে করে বাড়ির সামনে আসে ৬ দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই ঘরে ঢুকে তারা সোহেলের মাথা লক্ষ্য করে গুলি বর্ষণ করে। সোহেলের স্ত্রীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে গেল তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
গুলিবিদ্ধ সোহেল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মিশনবাড়ীয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে। এর আগে গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনও তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নেন।
পুলিশের সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে একটি হত্যা, একটি মাদক ও একটি নারী নির্যাতনের মামলা রয়েছে। মামলাগুলোতে জামিনে ছিলেন তিনি। আগস্ট মাসে গুলিতে জখম হলেও তিনি মামলা করেননি।
খুলনার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, স¤প্রতি মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়। কিছুদিন কারাগারে থেকে জামিনে বের হয়ে আসেন। মাদক-সংক্রান্ত বিরোধের জের ধরেই তার ওপর হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর কাস্টম ঘাট এলাকায় ইমরান মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। চলতি অক্টোবর মাসের প্রথমার্ধেই নগরীতে চারটি খুনের ঘটনা ঘটলো।

্রিন্ট

আরও সংবদ