খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলমের

খবর বিনোদন |
০৪:৪৩ পি.এম | ১৮ অক্টোবর ২০২৫


আপাতত অবসান গত কয়েকমাসে ঘটে যাওয়া নানা রকম মামলা-মোকদ্দমা আর অভিযোগ-পাল্টা অভিযোগের গল্প। মান-অভিমান শেষে স্ত্রী রিয়া মনিকে নিজ বাড়ি বগুড়াতে নিয়ে যাওয়ার পর দুজনেই এক ছাদের নিচে বসবাসের প্রতিশ্রুতি দিয়েও নতুন করে নাটকীয়তার শুরু হয় বহুল চর্চিত এই দম্পতির ঘরে। এবার সব ঘোলা জলকে ধুয়ে মুছে দিয়ে দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেন তিনি। হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন। তিনি আরো বলেন, ‘আর যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।’

গোছলের আগে ফেসবুক পোস্ট হিরো আলম লিখেছিলেন, ‘আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাব নগর এম ব্লক রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করব।’

স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন হিরো আলম, এ রকম কথা ছড়িয়েছেন খোদ তার অনুসারীরা। কিন্তু আলম বলছেন ভিন্ন কথা। হিরো আলম বলেন, ‘এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।’

্রিন্ট

আরও সংবদ