খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

শাহজালালে আগুন: ফায়ারের সঙ্গে কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী

খবর প্রতিবেদন |
০৫:৫৮ পি.এম | ১৮ অক্টোবর ২০২৫


ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে একযোগ কাজ করছেন সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদস্যরাও।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।

এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালালের কার্গো জাহাজের একটি অংশে আগুন লাগে। মুহূর্তে আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিদিকে। ধোঁয়ার কুন্ডলিতে বিমানবন্দরের আকাশ কালো হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একাধিক ছবি, ভিডিও দেখা গেছে। যা দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অগ্নিকাণ্ডের এই খবর পেয়েই দ্রুত নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে ঘটনাস্থলে বাহিনীটির ৩০টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছেন বিমান বাহিনীর বিশেষ প্রশিক্ষিত সদস্যরাও।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করেছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে অগ্নিকাণ্ডের জেরে শাহজালালের ঢাকাগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলো নামছে কলকাতা, সিলেট এবং চট্টগ্রামের বিমানবন্দরে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ট্যাক্সিওয়েতে আটকে আছে।

্রিন্ট

আরও সংবদ