খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

মাদক ও দূর্নীতি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে : এআইজি রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৬:১০ পি.এম | ১৮ অক্টোবর ২০২৫


বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম এ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেছেন, মাদক ও দূর্নীতি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। দূর্নীতি এত বেশি খারাপ। যারা দূর্নীতি করেন, তারা নিজেরাও প্রকাশ্যে দূর্নীতির বিরোধীতা করেন। দূর্নীতির বিরুদ্ধে কথা বলেন। আর মাদক হচ্ছে এইডস, বিবেকের এইডস। এইডস হলে যেমন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে যায়। তেমনি মাদকগ্রহনকারীর ব্যক্তির কাছেও বিবেক বুদ্ধি কিছু থাকে না। তার বিবেকের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে যায়। মাদকাসক্ত সন্তান টাকার জন্য তার বাবা-মাকে হত্যা করছে। আমরা যত বেশি কোরআনের কাছে আসব ততবেশি এই সামাজিক ব্যাধি থেকে রক্ষা পাব।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর ছিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদরাসায় অনুষ্ঠিত সম্প্রিতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি জুলাই আন্দোলনে আহতদের সুস্থ্যতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে তারা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিল, একটি সুষ্ঠু-সুন্দর ও বৈষম্যহীণ রাষ্ট্র নির্মানের জন্য আমরা সবাই মিলে সেভাবে কাজ করব। সকলকে রাষ্ট্রীয় আইন মেনে সরল পথে চলাচলের আহবান জানান এই কর্মকর্তা।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ মিরনুজ্জামান মিরনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়েতের নায়েবে আমীর এ্যাড. আব্দুল ওয়াদুদ, জেলা জামায়েতের যুব বিভাগের প্রধান মঞ্জুরুল হক রাহাদ, বিএনপি নেতা শমসের আলী মোহন, সৈয়দ নাসির আহমেদ মালেক ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ইসলামী আন্দোলণ বাংলাদেশের নেতা মুজিবুর রহমান শামীম  প্রমুখ। সমাবেশে মাদরাসার শিক্ষক, শিক্ষার্তী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহন করেন।

্রিন্ট

আরও সংবদ