খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

আশাশুনি প্রেসক্লাব নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ১৮ অক্টোবর ২০২৫


আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ২ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৬ প্রার্থীর মধ্যে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। 
নির্বাচন কমিশন প্রধান (রিটার্ণিং অফিসার) উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান জানান সিনিয়র সহ-সভাপতি পদে জগদীশ চন্দ্র সানা ও সাংগঠনিক সম্পাদক পদে হাসান ইকবাল মামুন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে সভাপতি পদে জি এম আল ফারুক, এসকে হাসান ও এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক পদে সমীর রায় ও আকাশ হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল আলিম ও শেখ আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুব্রত কুমার দাস, ইসমাইল হোসেন লিংকন, শেখ ইয়াছির আরাফাত, সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন ও সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ পদে ইয়াছিন আরাফাত পিন্টু ও মোস্তাফিজুর রহমান প্রার্থী হিসাবে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
 

্রিন্ট

আরও সংবদ