খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

এইচএসসি’র ফল বিপর্যয়ের দায় কার?

|
১২:০৮ এ.এম | ১৯ অক্টোবর ২০২৫


২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেশের শিক্ষা পরিস্থিতির এক গভীর সংকটের প্রতিফলন। এ বছর পাশের হার নেমে এসেছে ৫৮.৮৩ শতাংশে। গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীও কমেছে প্রায় ৭৭ হাজার।
সবচেয়ে উদ্বেগজনক হলো, ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি। এই পরিসংখ্যান শুধু পরীক্ষার ফল নয়, বরং সমগ্র শিক্ষাব্যবস্থার রোগের লক্ষণ, যা আমাদের শিক্ষাব্যবস্থা ও শিক্ষাঙ্গণের সার্বিক পরিস্থিতির এক অশনিসংকেত। এটি স্পষ্ট যে বছরজুড়ে শিক্ষাঙ্গণে অস্থিরতাই এই ফল বিপর্যয়ের প্রধান কারণ। শিক্ষার্থী, শিক্ষক উভয়ের আন্দোলন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছনা ও অপসারণের ঘটনা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।
একটি স্বাভাবিক, স্থিতিশীল পরিবেশ ছাড়া শিক্ষার্থীরা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে? শিক্ষাবিদ ও সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী যেমনটা বলেছেন, ‘গত বছরজুড়ে শিক্ষাঙ্গণে যে অস্থিরতা ছিল, এর প্রভাব অবশ্যই ফলাফলে পড়েছে।’
ফল বিশ্লেষণে আরো জানা যায়, এবার খাতা দেখায় ‘সহানুভূতি নম্বর’ দেওয়া হয়নি, যা সঠিক মূল্যায়নের দিকে ইঙ্গিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশীদ মনে করেন, শিক্ষার্থীরা যেটি ডিজার্ভ করে, তাদের সেটিই দেওয়া উচিত। তবে শুধু মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনকেই একমাত্র কারণ হিসেবে দেখা যায় না। কারণ পাঁচ লাখের বেশি শিক্ষার্থীর অকৃতকার্য হওয়া কেবল কঠোর মূল্যায়নের ফল হতে পারে না।
ফল বিপর্যয়ের পেছনে শিক্ষকের অভাব, তাঁদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন এবং দীর্ঘদিনের শেখার ঘাটতিও বড় ভূমিকা রেখেছে। ইংরেজি ও তথ্য-প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের খারাপ ফল এই ঘাটতিরই বহিঃপ্রকাশ। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এই ফলকে ব্যর্থতা হিসেবে না দেখে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছেন এবং শেখার প্রকৃত সংকট চিহ্নিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এই বছর ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি, যা গত বছর ছিল ৬৫টি।

্রিন্ট

আরও সংবদ