খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৩ এ.এম | ১৯ অক্টোবর ২০২৫


কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ ১২টি হরিণের পা জব্দ করেছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে শ্যামনগরের কোস্ট গার্ড স্টেশনের কৈখালী পার্শেখালী ব্রিজ এলাকা থেকে এই হরিণের মাংস ও পাগুলো উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যায়। 
শনিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কৈখালী পার্শেখালী ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ওই এলাকা থেকে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করা হয়। জব্দকৃত হরিণের মাংসের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
 

্রিন্ট

আরও সংবদ