খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

পাইকগাছা উপাচার্য ওবায়দুল ইসলাম

প্রান্তিক মানুষের শিক্ষা ব্যবস্থায় কাজ করছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

পাইকগাছা প্রতিনিধি |
১২:৩৪ এ.এম | ১৯ অক্টোবর ২০২৫


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন বিগত ১৭ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু শিক্ষা নয়, সবকিছুই ধ্বংস করা হয়েছে। তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। সেই বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই উল্লেখ করে উপাচার্য বলেন দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে ১৯৯২ সালের ২০ অক্টোবর সংসদীয় আইনের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। শিক্ষা থেকে যারা বঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠী যাঁরা, যাদের শহরে গিয়ে শিক্ষা গ্রহণের সুযোগ নাই। তাদের দোরগোড়ায় শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে বাউবি। তিনি আরো বলেন শিক্ষা মানে শুধু জিপিএ ৫ পাওয়া কিংবা সার্টিফিকেট অর্জন নয়। শিক্ষা মানে জ্ঞান অর্জন, শিক্ষা মানে নলেজ ট্রান্সফার। এখানে বয়স কোন বিষয় নয়, সব বয়সের, সবার জন্য শিক্ষার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তিনি বলেন বিদেশে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা রয়েছে। আমরা তাদের জন্য ও বিশেষ বিশেষ ট্রেড কোর্স চালু করেছি। দেশের বাইরে ও আমাদের শিক্ষা ব্যবস্থা আছে। বিভিন্ন বাহিনীসহ কওমি মাদ্রাসাকে ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হয়েছে। 
তিনি শনিবার দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রাধীন পাইকগাছা উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রো-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেন শিক্ষার প্রসারে বিএনপি’র ঐতিহাসিক ভূমিকা রয়েছে। যার অনন্য উদাহরণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। যা ১৯৯২ সালে মহীয়সী নারী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নানা ভাবে নির্যাতন করেছে বলে তিনি অভিযোগ করেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি, প্রফেসর অধ্যক্ষ সমরেশ রায়, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। বাউবি’র পরিচালক মাহফুজ উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাক, সাংবাদিক জিএম মিজানুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, আনিসুর রহমান ও আবুল কালাম আজাদ।
 

্রিন্ট

আরও সংবদ