খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

খুবিতে প্রতিটি ডিসিপ্লিনে এআই বিষয়ক জ্ঞান ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ১৯ অক্টোবর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ক্লাব আয়োজিত ‘ইনভেন্টাম ৪.০’ উপলক্ষে ‘ইনোভেশন উইথ এআই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ১নং একাডেমিক ভবনের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ সেমিনার হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আজকের বিশ্বে মানবজীবন ও প্রযুক্তি ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে দিচ্ছে। এটি এমন এক বুদ্ধিমত্তা, যা মেশিনের মাধ্যমে মানবচিন্তা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে অনুকরণ করে আরও দ্রæত ও নির্ভুল ফলাফল দিতে সক্ষম। ভবিষ্যতের পৃথিবীতে এআই হবে উন্নয়ন, উদ্ভাবন ও সৃজনশীলতার প্রধান চালিকা শক্তি।
তিনি আরও বলেন, আমরা চাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময়োপযোগী দক্ষতায় নিজেদের গড়ে তুলুক। এজন্য প্রতিটি ডিসিপ্লিনে এআই বিষয়ক জ্ঞান ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ধীরে ধীরে এআই-ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. জি এম আতিকুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক।
ইনোভেশন ক্লাবের সভাপতি চিরঞ্জিত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি আশা আক্তার। সঞ্চালনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী শ্যামলী নন্দী ও পরিসংখ্যান ডিসিপ্লিনের অর্ণব কুন্ডু। 
সেমিনার শেষে উপাচার্য ‘ইনভেন্টাম ৪.০’ উপলক্ষে আয়োজিত আইডিয়া হানটিং ও আর্টিকেল রাইটিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও মেডেল বিতরণ করেন। এ সময় ক্লাবের সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ