খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

তেরখাদার সাচিয়াদহ ইউনিয়নে ৫নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন

কর্মসূচি বাস্তবায়ন ও ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ের আহবান মন্টুর

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ১৯ অক্টোবর ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিগত ১৭ বছর রাজপথে টিকে থাকতে বিএনপিকেই সর্বোচ্চ মূল্য দিতে হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী সরকারের শোষণে সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি আওয়ামী নির্যাতনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোকে অকালেই জীবন দিতে হয়েছে। তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে ওয়ার্ড-ইউনিয়ন, পৌরসভা বা উপজেলা বিএনপি’র কমিটিতে স্থানপ্রাপ্তদের চেয়ে হামলা-মামলায় নির্যাতিত এবং খুন-গুমের শিকার নেতা-কর্মীর সংখ্যা অনেক অনেক বেশি। তাই পদ-পদবী দিয়ে মূল্যায়ন নয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশের প্রতিটি মানুষের মূল্যায়ন হবে। বৈষম্যের অবসান হবে। সমাজে ন্যায্য-সাম্য ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। ধর্মান্ধদের মিথ্যা প্রলোভনে পড়ে যাতে জনগন বিভ্রান্ত না হয়, সামান্য ভুল সিদ্ধান্তের কারণে মৌলবাদীদের উপর ভর করে ফ্যাসিবাদ যেনো ফিরে আসতে না পারে- সেদিকে বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।
গতকাল শনিবার বেলা ১১টায় তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের পাটগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মন্টু আরও বলেন, ‘ধানের শীষ’ শুধু একটি প্রতীক নয়-এটি জনগণের আশা-আকাক্সক্ষা, অধিকার ও মুক্তির প্রতিচ্ছবি। তাই ঘরে ঘরে গিয়ে মা-বোনদের খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম জানিয়ে আহŸান জানাতে হবে, ভোটের মাধ্যমে এই দেশের মানুষ যেন আবারও গণতন্ত্র ও স্বাধীনতার অধিকার ফিরে পায়। পতিত সরকারের দমন-পীড়ন ও মিথ্যা মামলার মধ্যেও বিএনপি নেতা-কর্মীরা আন্দোলনের ময়দানে অবিচল ছিল। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় নির্বাচনে দলের পক্ষে কর্মসূচি বাস্তবায়ন ও ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ের আহŸান জানান তিনি। 
সম্মেলন উদ্বোধন করেন তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কওছার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য মোঃ আনিছুর রহমান ও মল্লিক আব্দুস সালাম, উপেজলা বিএনপি নেতা ফখরুল ইসলাম বুলু, এফ এম হাবিবুর রহমান, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, আঃ মান্নান সরদার, সাজ্জাত হোসেন নান্টা, শরীফ নাইমুল হক ও মোল্লা হুমায়ুন কবীর। ওয়ার্ড বিএনপি নেতা আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন গিয়াস উদ্দিন আহম্মেদ।

্রিন্ট

আরও সংবদ