খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন

দ্রুত জুলাই সনদ কার্যকর করতে হবে : আবুল কালাম

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ১৯ অক্টোবর ২০২৫


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, মানুষের কল্যাণে কাজ করা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমি এ ধরনের সামাজিক সেবা কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ। ‘জুলাই সনদ’ দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদেরকে আইনি স্বীকৃতি দিয়ে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা প্রয়োজন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে তাকে টেকসই করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে প্রস্তুত করা ‘জুলাই সনদ’ দ্রুততম সময়ে কার্যকর করা অপরিহার্য। 
গতকাল শনিবার সকাল ১০টায় কয়রা ঘুগরাকাটি সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে দিনব্যাপী ‘গ্রামীণ চক্ষু হাসপাতাল’ এর উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।
বাগালী ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, ঘুগরাকাটি সিনিঢর ফাযিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন আহমেদ এবং ঘুগরাকাটি তরুণ সংঘের উপদেষ্টা সালাহউদ্দীন আহমেদ। 
চক্ষু শিবিরে গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাঃ শামীম হোসেন আল মাহমুদ ও আরাফাত হোসেনের নেতৃত্বে নয় সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক দল তিন শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২০ জন রোগীকে ছানি ও নালী অপারেশনের জন্য সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় এলাকাবাসী এমন মানবিক উদ্যোগের জন্য গ্রামীণ চক্ষু হাসপাতাল ও সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহŸান জানান। 
 

্রিন্ট

আরও সংবদ