খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৪৮ এ.এম | ১৯ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে আনুষ্ঠানিকভাবে ‘কাস্টমস হাউস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গত ১৪ অক্টোবর এই ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থমন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখার উপসচিব মোঃ হুমায়ুন কবীর কর্তৃক গত ১৪ অক্টোবর ঢাকার সেগুনবাগিচাস্থ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার বরাবর প্রেরিত এক পত্রের মাধ্যমে এই স্বীকৃতি বাস্তবে রূপ নিতে চলেছে।
এই ঘোষণার মধ্য দিয়ে ভোমরা স্থলবন্দর বাংলাদেশের কাস্টমস প্রশাসনিক কাঠামোয় নতুন মর্যাদা অর্জন করলো। এর প্রেক্ষিতে খুলনা কাস্টমস হাউসের পরিবর্তে এখন থেকে ভোমরা স্থল বন্দরের যাবতীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা সম্পূর্ণভাবে ভোমরা কাস্টমস হাউসের অধীনে এলো। 
সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং আঞ্চলিক অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।
এদিকে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সরকারের এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। 
ভোমরা সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবু হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আবু মুহা এক যৌথ বিবৃতিতে বলেন, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভোমরাকে কাস্টমস হাউজ ঘোষণার মাধ্যমে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পেল। আমরা সরকারের এই দূরদৃষ্টিসম্পন্ন ও সময়োপযোগী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। তারা আরও বলেন ভোমরা দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দর। প্রতিদিন এই বন্দরের মাধ্যমে বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হয়। কাস্টমস হাউজে উন্নীত হওয়ার ফলে প্রশাসনিক সক্ষমতা, জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন হবে- যা ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।
‘কাস্টমস হাউস’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় এখন থেকে ভোমরায় পূর্ণাঙ্গ রাজয় প্রশাসন, শুল্ক নির্ধারণ, আমদানি-রপ্তানি নথি যাচাই ও বাণিজ্য ব্যবস্থাপনার সব কার্যক্রম স্থানীয়ভাবে সম্পন্ন করা যাবে। এতে সময়, খরচ ও প্রশাসনিক জটিলতা কমবে, যা ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির বিষয়।
সাতক্ষীরার ভোমরা ল্যান্ড কাস্টম স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই এখানে কাস্টমস হাউসের কার্যক্রম শুরু হবে। 
প্রসঙ্গত বর্তমানে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে খাদ্যপণ্য, নির্মাণসামগ্রী, পোশাক ও কসমেটিকসসহ নানান পণ্য আমদানি হয়। অপর দিকে বাংলাদেশ থেকে রপ্তানি হয় কৃষিপণ্য, মাছ ও শিল্পজাত দ্রব্য।
 

্রিন্ট

আরও সংবদ