খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৩ কার্তিক ১৪৩২

২৭তম শাহাদাৎবার্ষিকীর স্মরণ সভায় এড. মনা

শহীদ চঞ্চল ছিলেন ছাত্ররাজনীতিতে আদর্শ ও আপোসহীন নেতৃত্বের প্রতীক

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৯ এ.এম | ১৯ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ছাত্রনেতা শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চল ছিলেন আদর্শের রাজনীতিতে আপোসহীন, সাহসী, দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী একজন সংগঠক। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা বিএনপি’র রাজনীতিতে সহজে পূরণ হওয়ার নয়। 
গতকাল শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চলের ২৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সময়- স্বৈরশাসন বিরোধী আন্দোলনের উত্তাল দিনে চঞ্চল ছিলেন একজন নির্ভীক যোদ্ধা ও অনন্য সংগঠক। তার সাংগঠনিক দক্ষতা, দৃঢ়তা ও আপোসহীন অবস্থান ছাত্রদলকে শুধু খুলনায় নয়, সারাদেশে অনুপ্রেরণা দিয়েছে। চঞ্চল ছিলেন ছাত্রদলের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি রাজনীতিতে বিশ্বাস করতেন ত্যাগ, শৃঙ্খলা ও আদর্শে। তিনি কখনো সুবিধাবাদী রাজনীতির সঙ্গে আপস করেননি। তার নেতৃত্বে খুলনায় ছাত্রদল বিকশিত হয়েছিল এক সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়ে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে ওয়াহিদুজ্জামান চঞ্চল ছিলেন সামনের সারির সংগঠক। পরবর্তীতে ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা রাখেন। তার সাহসিকতা, প্রতিবাদী মনোভাব ও নেতৃত্বগুণ আজও তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত। শহীদ ওয়াহিদুজ্জামান চঞ্চল শুধু একজন ছাত্রনেতা ছিলেন না-তিনি ছিলেন একটি চিন্তা, একটি চেতনা, একটি প্রজন্মের অনুপ্রেরণা। তার রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় ছিল সাহস, সততা ও ত্যাগে ভরপুর। তার রেখে যাওয়া আদর্শিক রাজনীতি নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে-এটাই শহীদ চঞ্চলের প্রতি প্রকৃত শ্রদ্ধা। 
মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী বেগম রেহানা ঈসা, স ম আব্দুর রহমান, কে এম হুমায়ূন কবির, শেখ হাফিজুর রহমান মনি, জামাল তালুকদার, চৌঃ শফিকুল ইসলাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, একরামুল কবীর মিল্টন, জাকির ইকবাল বাপ্পী, শেখ আবু সাঈদ, মাসুদ উল হক হারুন, গাজী আফসার উদ্দিন, শেখ মনিরুজ্জামান মনির, মোঃ জাহাঙ্গীর হোসেন, মঞ্জুরুল আলম, মোঃ আমিন আহমেদ, মোঃ মুরাদ হোসেন, শেখ মেহেদী হাসান লিটন, শেখ মনিরুল ইসলাম, ছাত্রদল থেকে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সালাম, মোঃ সব্বির, মাহফুজ আহমেদ, মোঃ রিয়াজ, সাকিব, সাজ্জাদ, অনিক, মাহবুব হোসেন হিরা, শাহরিয়ার, নয়ন, বর্ণ, শাকিল, শাওন, নুশাদ, রানা, মাহফুজ, নাইম ও তানভীর আহমেদসহ স্মরণসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সাবেক ছাত্রনেতা ও চঞ্চলের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
 

্রিন্ট

আরও সংবদ