খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

কুষ্টিয়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা

খবর প্রতিবেদন |
০১:৫৭ পি.এম | ১৯ অক্টোবর ২০২৫


কুষ্টিয়া সদর উপজেলায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামে এক ভ্যান চালককে তার বসতঘরের বারান্দায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটেছে।

আজ রোববার (১৯ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত মোশারফ হোসেন মুসা একই এলাকার মৃত আকবর মণ্ডলের ছেলে।

পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুসা তার বসতঘরের বারান্দায় ঘুমাতেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতেও তিনি ঘুমিয়ে পড়েন। ভোর রাতে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পান। স্থানীয়রা ভ্যান চুরি করতে এসে মুসাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করলেও, পরিবারের দাবি পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহতের মেয়ে শিখা বলেন, ‘ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।’ তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘নিহত ব্যক্তির বুকে হাঁসুয়া জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শুধু ভ্যান চুরির জন্য এমন নির্মম হত্যাকাণ্ড নয়। তাহলে অপরাধীরা ভ্যানও সঙ্গে করে নিয়ে যেত। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।’

্রিন্ট

আরও সংবদ