খুলনা | রবিবার | ১৯ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা নিহত

খবর প্রতিবেদন |
০৭:৪৮ পি.এম | ১৯ অক্টোবর ২০২৫


রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। তার নাম জুবায়েদ হোসাইন।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনিতে যাওয়ার সময় বাসার সিঁড়িয়ে ছুরিকাঘাতে মৃত্যু হয় তার।

বংশাল থানার (ওসি) রফিকুল ইসলাম বলেন, আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনির বাসায় জুবায়েদের লাশ পাওয়া যায়।

ওসি বলেন, ‘ছুরিকাঘাতে নিহত হয়েছেন জুবায়েদ। ওই বাসাটিই ছিল তার টিউশনের বাসা। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।”

জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক ঘটনা এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।’

্রিন্ট

আরও সংবদ