খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

কালিগঞ্জে গ্রামীণ আই কেয়ার সেন্টার উদ্বোধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:২৫ পি.এম | ১৯ অক্টোবর ২০২৫


সুলভ মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে সাতক্ষীরার কালিগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্রামীণ আই কেয়ার সেন্টার। রোববার বেলা ১১টায় থানা রোডের এম এম প্যালেসে এ সেন্টারের উদ্বোধন করা হয়।
চক্ষু বিশেষজ্ঞ ডাঃ অতিশ কুমার বাঁছাড়ের সভাপতিত্বে ও সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ মোর্ত্তজা আলীর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ আশরাফুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক, মহাব্যবস্থাপক মাইনুল হাসান, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডাঃ মুনির আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ বুলবুল কবীর, কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সিরাজুল কবীর, কালিগঞ্জ মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আউমুন্ড ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং অরবিস ইন্টারন্যাশনাল ও এর অংশীদারদের বাস্তবায়নে গ্রামীণ আই কেয়ার সেন্টারে মাত্র ৫০ টাকা নিবন্ধন ফি প্রদানের মাধ্যমে নিয়মিত চক্ষু সেবা গ্রহণ করা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 

্রিন্ট

আরও সংবদ