খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

কালিগঞ্জের তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:২৬ পি.এম | ১৯ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। তারালী বাজার চত্বরে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আশরাফুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এস এম সেলিম আহম্মেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল। কর্মী সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য রাজু আহমদ জাকির, উপজেলা নেতা শেখ আল মামুন, নলতা ইউনিয়ন আহবায়ক শামীম পারভেজ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক অলিউর রহমান,আব্দুল­াহ আল মামুন, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান ও উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

 

্রিন্ট

আরও সংবদ