খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

খুবি উপাচার্যের সাথে বিএইউএসটি খুলনার উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ২০ অক্টোবর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) খুলনার উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজাম উদ্দিন আহমেদ। রোববার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিএইউএসটি খুলনার সা¤প্রতিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিএইউএসটির উপাচার্য নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে তাদের উন্নয়নযাত্রায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। বিশেষ করে একাডেমিক কারিকুলা উন্নয়ন, ল্যাব সুবিধা উন্নয়ন, যৌথ গবেষণা ও কনফারেন্স আয়োজনের বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. জিএম আতিকুর রহমান এবং বিএইউএসটি, খুলনার সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ