খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

হেডমাস্টার মোহাম্মদ আমজাদ আলীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ২০ অক্টোবর ২০২৫


সর্ব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের প্রাণপ্রিয় শিক্ষক, মানুষ গড়ার সফল কারিগর, আজাদ বার্তার প্রাণ পুরুষ হেডমাস্টার মোহাম্মদ আমজাদ আলীর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের ২০ অক্টোবর এ দিন সকাল ৭-৩০ মিনিট ৭৮ বছর বয়সে থেমে যায় তাঁর জীবন গাড়ি। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন মরহুমের বাড়ির সন্নিকটবর্তী পাইকগাছা সরকারি কবরস্থানে।
উলে­খ্য, কালোত্তীর্ণ এই জ্ঞানতাপস মৃত্যুর কয়েক বছর পূর্ব থেকে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’পুত্র এবং ৪ কন্যা রেখে  গেছেন।
দোয়া এবং আলোচনা সভা : তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় আজাদ বার্তা, সত্যের ঝানডা প্রকাশনা সংস্থা ইন্টার মিডিয়া গ্র“প অব পাবলিকেশনস্ (প্রাঃ) লিমিটেড, আজাদ টিভি, আজাদ বুক প্যালেস, হেডমাস্টার আমজাদ আলী পাবলিক লাইব্রেরি এ্যান্ড রিসার্স ইনস্টিটিউট ও মরহুমের পরিবারের পক্ষে যৌথভাবে আয়োজন করেছে আলোচনা সভা ও দোয়া।

্রিন্ট

আরও সংবদ