খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণে সময় বাড়ল আরও ৩ দিন

খবর প্রতিবেদন |
০১:২০ এ.এম | ২০ অক্টোবর ২০২৫


২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ‘সোনালী সেবা’- এর মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখও ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করে নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো ভাবেই ফরম পূরণের আবেদন জমা নেওয়া হবে না।
উলে­খ্য, দীর্ঘ এক যুগ পর এবছর ফের অষ্টম শ্রেণিতে ফিরেছে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’। নতুন নীতিমালায় অনুযায়ী এক-চতুর্থাংশ শিক্ষার্থী বছর শেষে এই পরীক্ষায় বসার সুযোগ পাবে। এবার ছেলে ও মেয়ের জন্য থাকছে অভিন্ন কোটা। মেধার ভিত্তিতে ৫০ শতাংশ ছেলে এবং ৫০ শতাংশ মেয়ে শিক্ষার্থীরা ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পাবে। তবে সমান নম্বর পেলে আগে দেখা হবে বাংলা, ইংরেজি আর গণিতের ফল। এরপরও যদি ক্রম নির্ধারণ করা না যায় তবে সমান নম্বর পাওয়া সব শিক্ষার্থীকেই বৃত্তি দেওয়া হবে।

্রিন্ট

আরও সংবদ