খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

শ্রীশ্রী শ্যামা পূজা আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৯ এ.এম | ২০ অক্টোবর ২০২৫


শ্রীশ্রী শ্যামা পূজা আজ সোমবার। দুর্গাপূজার পর পূর্ণিমা তিথিতে শ্রীশ্রী ল²ী পূজা এবং অমাবস্যা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। দু®কৃতিকারীদের বিন্যাশ ও ধর্মকে প্রতিষ্ঠিত করতে দেবী বিভিন্ন রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে দু®কৃতিকারীদের বিন্যাশ এবং জগতকে রক্ষা করেছেন। খুলনা মহানগরীসহ সারাদেশ ব্যাপী এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। অসুর চন্দ-মুন্ড ও শুভ-নিশুভ বধ করতে মাতা চামুন্ডা রূপ ধারণ করেছিলেন।  অসুরদের নিধন করতে গিয়ে মাতা উন্মাদ হয়ে গিয়েছিলেন। তখন দেবাদি দেব মহাদেব বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজিয়েও মাতাকে স্বাভাবিক জ্ঞানে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। অবশেষে শিব নিজেই মায়ের সামনে রাস্তার উপর শুয়ে পড়েন। তখন মাতা শিবকে শত্র“ ভেবে তার শরীরের উপর পা রেখে মুখের দিকে তাকাতেই স্বাভাবিক হয়ে পড়েন। তখন মাতা দেখেন তার মায়ের নীচে তারই স্বামী দেবাদিদেব মহাদেব। এ রূপ জগৎবাসী কালী মাতার পূজা করে থাকেন। গতকাল ছিল দ্বিপাবলী অনুষ্ঠান। সন্ধ্যায় নগরীর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে প্রদীপ ও মোমবাতি প্রজ্বলন করে দ্বিপাবলী অনুষ্ঠান পালন করেন।   
শ্যামা পূজা উপলক্ষে নগরীর রূপসা মহাশ্মশান ও শ্মশানকালী মন্দিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টায় চিতায় মাল্যদান, রাত ৮টায় মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা। রাত ৯টায় মায়ের পূজা ও পূজা শেষে ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ। 
দোলখোলা শীতলা মন্দির, মেছের মাঠ স্নানফ্লাওয়ার যুব সংঘ, সবুজ সংঘ, খুলনা প্রেসক্লাবের পাশে অগ্রণী বয়েজ ক্লাব, সোনার বাংলা যুব সংঘ এবং যে সকল দুর্গা পূজা হয়েছে সেই সব মন্দির শ্যামা পূজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এ ধর্মীয় অনুষ্ঠান।  

্রিন্ট

আরও সংবদ