খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

সুন্দরবনের মৃত কুমির ভেসে আসলো লোকালয়ে

মোংলা প্রতিনিধি |
০১:৪৯ এ.এম | ২০ অক্টোবর ২০২৫


সুন্দরবনের নোনা পানির মৃত কুমির ভেসে আসলো মোংলার লোকালয়ে। রোববার দুপুরে শহরতলির নারকেলতলা এলাকায় খালে মৃত কুমিরটি ভেসে আসলে উৎসুক জনতা সেটিকে দেখতে ভিড় জমায়। তবে বন বিভাগকে খবর দিলেও মৃত কুমিরটি মাটি চাপা বা তাদের হেফাজতে নিতে গড়িমসি করছে বলে অভিযোগ স্থানীয়দের। বিকেলে খালে ভাটা লাগলে সেটি আর দেখা যায়নি। পরে বন বিভাগ খোজঁ করে পাননি মৃত কুমিরটিকে। 
প্রত্যক্ষদর্শী স্থানীয় আঃ সালাম হাওলাদার বলেন, কুমিরটি জোয়ারের সঙ্গে ভেসে আসে। আমরা দেখি এটি উল্টো চিত হয়ে ভেসে আছে। একটি পা বিচ্ছিন্ন এবং গলা ও সামনের দুই পায়ে রশি বাঁধা। এটি বেঁধে মেরে ফেলা হয়েছে, নাকি জালের রশিতে বাঁধা পড়েছিল, তা তদন্ত হওয়া দরকার। তিনি আরো বলেন, মৃত কুমিরটি দেখতে চাঁদপাই ইউনিয়নের নারকেলতলা স্লুইসগেট এলাকায় ভিড় লেগে যায়। তবে দুপুরে ভাটা শুরু হওয়ার পর কুমিরটিকে আর সেখানে দেখা যাচ্ছে না। ভেসে হয়তো অন্য কোথাও চলে গেছে।
মোংলা সমুদ্র বন্দরের সংলগ্ন এ নদীটি। আর সুন্দরবনের অন্যতম প্রধান এই নদের পশ্চিম পাড়েই রয়েছে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ। জোয়ারের সময় স্রোতে কুমিরটি মোংলা নদী থেকে নারকেলতলা খালের মুখে চলে আসে। তবে সেখানে স্লুইসগেট থাকায় খাল দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেনি। স্থানীয় লোকজনের ধারণা, কুমিরটি সুন্দরবনের। নদীতে চলাচলকারী নৌযান বা বাণিজ্যিক জাহাজের ধাক্কা কিংবা ট্রলারে হুইলের আঘাতে কুমিরটির মৃত্যু হতে পারে। গলায় রশি বাঁধা থাকায় অনেকে আবার কুমিরটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন।
স¤প্রতি সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে কুমিরের আক্রমণে সুব্রত মন্ডল নামের এক জেলের মৃত্যু হয়েছে। এছাড়া স¤প্রতি মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামেও বেশ কয়েক দিন ধরে চিংড়ি ঘেরের মধ্যে কুমিরের আতঙ্ক বিরাজ করছে। সেখানকার পুকুর ও মৎস্যঘেরও বিগত কয়েক দিন ধরে একটি বড় কুমির দেখে বন বিভাগকে খবর দিলেও তারা কোন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন এলাকাবাসী।
পূর্ব সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, খবর পাওয়ার পর আমরা বন বিভাগের একটি টিম সেখানে গিয়ে আর সেটি দেখতে পাননি। তিনি আরো বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের কাছ থেকে জেনেছি, জোয়ারের সময় কুমিরটি দেখা গিয়েছিল, এখন আর নেই। হয়তো ভাটির দিকে স্রোতে ভেসে গেছে। আমরা কুমিরটির খোঁজ করছি। আশপাশের নদীতে তল্লাশি চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে সুন্দরবনে অসংখ্য খাল রয়েছে, যার সংযোগ বন্দর চ্যানেল পশুর নদীতে। আর এ নদীতে জেলেরা জাল ফেলে মাছ ধরছে। হয়তো জালে জড়িয়ে অথবা জাহাজ বা ট্রলারের আঘাতে কুমিরটির মৃত্যু হতে পারে।
 

্রিন্ট

আরও সংবদ