খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

কয়রায় মৎস্য আড়তে গণসংযোগকালে আবুল কালাম

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে কোনো টালবাহানা চলবে না

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ২০ অক্টোবর ২০২৫


আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহŸান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। নির্বাচন যত দ্রুত হবে জামায়াত ততই উপকৃত হবে। ফেব্র“য়ারিতেই নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না, করতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘৫ দফা বাস্তবায়নের জন্য নির্বাচন বিলম্বিত হওয়ার সুযোগ নেই। ফেব্র“য়ারিতে নির্বাচন হলে এখনো ৪ মাস সময় আছে। ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য একমাসই যথেষ্ট।’
রোববার সকাল ৮টায় খুলনা-৬ আসনের কয়রা উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নবনির্মিত “কয়রা মৎস্য আড়ৎ”-এ গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।  
গণসংযোগকালে কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আমীর জিএম মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন শিহাব, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডিএম জাহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুস সাত্তার, ২নং ওয়ার্ড সভাপতি নাঈম হোসেন রকি, মুয়াইন বিল্লাহ তারিক, হাফেজ আল আমিন, মাওলানা বিল্লাল হোসেন ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ