খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৪ কার্তিক ১৪৩২

নির্বাচন ও গণতন্ত্র বিরোধীরা নাশকতা ঘটিয়ে ভোট বন্ধের ষড়যন্ত্র করছে : হেলাল

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ২০ অক্টোবর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “নির্বাচন ও গণতন্ত্র বিরোধীরা পরিকল্পিত উপায়ে নাশকতা ঘটিয়ে নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।” 
রোববার সন্ধ্যা ৭টায় রূপসা উপজেলার নন্দনপুরে মহিলা দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হেলাল বলেন, “নারীরাই সমাজের আলোকবর্তিকা। এবারের ভোটযুদ্ধে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে ঘরে গিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা ও নারীবান্ধব নীতিমালা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।” 
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মালিকানা নারীদের হাতে থাকবে। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্র“তিবদ্ধ।” সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা মহিলা দলের সভানেত্রী মরজিনা বেগম।
উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ হোসেন মল্লিকসহ উপজেলা ও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 
এর আগে বিকেল ৪টায় রূপসার আইচগাতী ইউনিয়নের খান মোহাম্মদপুরে মহিলা দলের আরেকটি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আজিজুল বারী হেলাল। সেখানে তিনি সা¤প্রতিক নাশকতা ও অগ্নিকান্ডের ঘটনাগুলো নিয়ে বলেন, “জুলাই সনদ সাক্ষরের সময় যেমন গন্ডগোল সৃষ্টি করা হয়েছিল, তেমনি এখন পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব ঘটনার পেছনে কারা আছে তা তদন্তের মাধ্যমে বের করতে হবে।”
তিনি সুরা নিসার উদ্ধৃতি দিয়ে নারীর মর্যাদা ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যা নারী, তাই তাদের অধিকার ও সিদ্ধান্তে অংশগ্রহণ না বাড়ালে দেশের উন্নয়ন সম্ভব নয়। ইনশাআল্লাহ মা-বোনদের ভোটের মাধ্যমেই বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে।” 
সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, রেজাউল ইসলাম, আইচগাতী ইউনিয়ন সার্চ কমিটির আহবায়ক শেখ সাঈদ, ফরিদ সরদার, মাসুম, মোশারেফ শিকদার, ফেরদাউস রহমান, শিহাবুল ইসলাম সিহাবসহ স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ