খুলনা | সোমবার | ২০ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার

খবর প্রতিবেদন |
১২:৪৯ পি.এম | ২০ অক্টোবর ২০২৫


আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে কনটেন্ট প্রকাশ করে বাংলাদেশকে বিতর্কের মুখে ফেলে দেওয়া সেই বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (১৯ অক্টোবর) বান্দরবান থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।

গ্রেফতার দম্পতির নাম বৃষ্টি ও আজিম। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তারা কয়েক বছর ধরে পর্নো ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করছিলেন। তাদের এসব কনটেন্ট দেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে সিআইডি।

পুলিশ জানায়, গ্রেফতার আজিমের বাড়ি চট্টগ্রামে এবং তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি থানায় মাদকের মামলা রয়েছে। ওই মামলায় একবার তিনি গ্রেফতারও হয়েছিলেন। আর তার স্ত্রী বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলায়।

দাম্পত্য জীবনে তারা যৌথভাবে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে বিভিন্ন পেইড সাইটে প্রকাশ করতেন। বিষয়টি সাইবার গোয়েন্দাদের নজরে আসার পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এরপর বান্দরবানে অবস্থান নিশ্চিত করে সিআইডি তাদের গ্রেফতার করে।

সিআইডি জানিয়েছে, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দ্যা ডিসেন্ট। সেই প্রতিবেদনের সূত্র ধরেই, অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। 

্রিন্ট

আরও সংবদ