খুলনা | মঙ্গলবার | ২১ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসার গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ২০ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত শ্যামনগর কেন্দ্রীয় দারুল উলুম কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিভাবক ও উপজেলা এনসিপি দলের সভাপতি হাজী মুজিবর রহমান, অভিভাবক নজরুল ইসলাম, আবুল কালাম আযাদ, রেজাউল করিম, ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রহমানসহ স্থানীয়রা জানান মাদ্রাসাটির গভর্নিং বডি গোপনে বিধিবহির্ভূত ভাবে গঠন করা হচ্ছে। মাদ্রাসার নির্বাচনী তফসিল সম্পূর্ণ গোপন রেখে প্রিজাইডিং অফিসার শ্যামনগর উপজেলা আইসিটি অফিসার শাহাদৎ হোসেন ও অধ্যক্ষ মাওলানা এ এ এম ওজায়েরুল ইসলাম যোগসাজশে অবৈধভাবে গভর্নিং বডি গঠন কার্যক্রম করেছে। 
অভিযোগ মতে মাদ্রাসার অভিভাবক, এলাকাবাসী, ছাত্র-ছাত্রী কেউ গভর্নিং বডির কার্যক্রমের নোটিশ জানেন না। অর্থাৎ কাগজে কলমে নোটিশ চাপা দেয়া, মাইকিং না করা, খসড়া ভোটার বা চূড়ান্ত ভোটার তালিকা প্রদর্শিত স্থানে প্রকাশ না করা, নোটিশ বোর্ডে নোটিশ না দেয়া, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করা ইত্যাদি। মাদ্রাসাটির বিভিন্ন কর্মচারীর পদ শূন্য থাকায় অধ্যক্ষ তার পছন্দনীয় ব্যক্তিকে সভাপতি ও সদস্যদের মনোনীত করতে অপতৎপরতা করেই চলেছেন। তবে প্রিজাইডিং অফিসার ও অধ্যক্ষ গভর্ণিং বডি গঠনে অনিয়মের কথা অস্বীকার করেছেন। এ বিষয়ে অভিযোগ টি সাতক্ষীরা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (মাদ্রাসাটির সভাপতি) ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে দায়ের করেছেন। বিধিমোতাবেক পুনরায় নির্বাচনী তফসিল প্রকাশ্যে প্রকাশ করে মাদ্রাসার গভর্নিং বডি গঠনে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ