খুলনা | মঙ্গলবার | ২১ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

পাটকেলঘাটায় ইয়াবাসহ বিক্রেতা ইবাদুল আটক

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ২০ অক্টোবর ২০২৫


পাটকেলঘাটা ওভারব্রিজের উপর থেকে ৬ পিস ইয়াবাসহ মোঃ ইবাদুল গাজী (৫৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। আটক এবাদুল পাটকেলঘাটা যুগিপুকুরিয়া গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে। তিনি একাধিক মাদক মামলার আসামি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার দিকে ইবাদুল ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওভারব্রিজের উপর ক্রেতার অপেক্ষায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ওভার ব্রিজের ওপর থেকে আটক করে। পরে তার দেহ তল­াশি করে ৬ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমবার সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ