খুলনা | মঙ্গলবার | ২১ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

মিথ্যা অভিযোগের প্রতিবাদে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |
১১:৫৫ পি.এম | ২০ অক্টোবর ২০২৫


খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির মিথ্যা অভিযোগের প্রতিবাদে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ এ জলিল এন্ড কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা চালিয়ারা খানম। 
লিখিত বক্তব্যে বলা হয়েছে, কোম্পানির বৈধ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চালিয়ারা খানম দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। কোম্পানির সাবেক পরিচালক সৈয়দ কামরুল ইসলাম ও শিকদার বেলায়েত হোসেনকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে অপসারণ করা হয়। কিন্তু তারা অসৎ উদ্দেশ্যে নিজেদের পরিচালক দাবি করে কোম্পানির সকল কর্মকান্ডে বাঁধা সৃষ্টি করছেন। ২০২১ সালে দায়ের করা দেওয়ানি মামলায় আদালত বিদ্যমান পরিচালনা পর্ষদের অবস্থান বহাল রাখার আদেশ দিয়েছেন। এর পরও উচ্ছেদ ও চাঁদাবাজির মত মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এদিকে সংবাদ সম্মেলনে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি কর্তৃপক্ষ পাইকগাছা বাবু বাহিনী নামে যে তথ্য উপস্থাপন করেছে তা সঠিক নয়। অভিযোগ করে বলেন, গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কোম্পানির অফিসে জোরপূর্বক প্রবেশ করে তার ওপর হামলা চালায় এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন যা বর্তমানে বিচারাধীন। 

্রিন্ট

আরও সংবদ