খুলনা | মঙ্গলবার | ২১ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

শরণখোলায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না : ড. ওবায়দুল ইসলাম

মোরেলগঞ্জ প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ২১ অক্টোবর ২০২৫


বাগেরহাটের মোরেলগঞ্জ-সীমান্তবর্তী খোন্তাকাটা ইউনিয়নে বিএনপি’র কর্মী সমাবেশে বাগেরহাট-৩ মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়া আসনের বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন বিএনপি একটি অসা¤প্রদায়িক চেতনায় বিশ্বাসী দল। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না। যারা ধর্ম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট নিতে চাচ্ছেন তাদের প্রকৃত রুপ জনগণ বুঝে গেছেন। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের শুরুতে “বিসল­াহির রহমানির রহিম” কথাটি জাতীয় সংসদে লিপিবদ্ধ করেন।
তিনি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী দেশ। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপি কে বিজয় করার আহŸান জানান তিনি। 
সোমবার খোন্তাকাটা বাজারে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে এ কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. মেহেদী হাসান ইয়াদ, বিএনপি নেতা অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল আজাদ, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক আব্দুল আউয়াল, শরণখোলা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেল­াল হোসেন মিলন, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, খাউলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ সেলিম মিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।  
 

্রিন্ট

আরও সংবদ