খুলনা | মঙ্গলবার | ২১ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

কেশবপুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ২১ অক্টোবর ২০২৫


যশোরের কেশবপুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে আজাহারুল ইসলাম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়েঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আজাহারুল বড়েঙ্গা গ্রামে জিয়ারুল ইসলামের ছেলে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের মেম্বার মনিরুজ্জামান বাচ্চু। এলাকাবাসী জানায় সোমবার সকালে উপজেলার বড়েঙ্গা গ্রামের মোল­াপাড়ায় আজাহারুল ইসলামের বাড়ির পাশে বিদ্যুতের একটি তার ছিড়ে পড়ে ছিল। শিশু আজাহারুল ইসলাম ওই ছিড়েপড়া বিদ্যুতের তারে অসাবধানতায় স্পৃষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত শিশুর চাচা মতিয়ার রহমান বলেন বাড়ির সকলের অগোচরে শিশুটি ছিঁড়েপড়া বিদ্যুতের তারেস্পৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

্রিন্ট

আরও সংবদ