খুলনা | মঙ্গলবার | ২১ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ২১ অক্টোবর ২০২৫


পিরোজপুরের কাউখালীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে আহত যুবক মোঃ আলী (৩০) মারা গেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
নিহত আলী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা এলাকার হাকিম হাওলাদারের ছেলে। জানা গেছে রোববার সন্ধ্যা ৭টার দিকে শিয়ালকাঠি বান্দাকাটা গ্রামে ডাকাত ডাকাত বলে কিছু লোক চিৎকার করে। পরে স্থানীয়রা ডাকাত সন্দেহে আলীকে আটক করে বেধড়ক মারধর করে। এরপরে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে আহত করে হাত-পা বেঁধে ফেলে রেখে দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলীকে উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুমেক হাসপাতালে প্রেরণ করে। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  
এদিকে বাড়ি থেকে ডেকে এনে আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার আত্মীয়-স্বজনদের। নিহতের স্ত্রী সোনিয়া আক্তার জানান আলী হোসেন এবং তিনি অধিকাংশ সময় বাড়িতে থাকতেন না। রোববার সকালে তাঁর স্বামী ও ভাই সোলায়মানসহ তারা তিনজন বাড়িতে যান। রাতেই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় ৫০-৬০ জন লোক তাদের বাড়ির সামনে এসে ডাকাত বলে চিৎকার শুরু করে। এ সময় আলী ঘরের বাইরে বের হলে তাকে ধরে ঘরের পাশে একটি সুপারি বাগানে নিয়ে জিআই পাইপ দিয়ে নির্মমভাবে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আমি তাদের কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইলে আমাকে ও আমার ভাইকে মারধর করে।
তবে স্থানীয়রা বলেন আলী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যলাপের সাথে জড়িত ছিল। শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বলেন, ‘গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানায় ফোন দেই এবং আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান বলেন আলীকে মারধরের ঘটনায় রোববার রাতে স্ত্রী সোনিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

্রিন্ট

আরও সংবদ