খুলনা | মঙ্গলবার | ২১ অক্টোবর ২০২৫ | ৫ কার্তিক ১৪৩২

দিঘলিয়ায় আজিজুল বারী হেলাল

জামায়াতে ইসলামীর ভন্ডামি এদেশের মানুষ মেনে নেবে না

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ২১ অক্টোবর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জামায়াত ইসলামীর ধর্মের ভন্ডামি এদেশের ধর্মপ্রাণ মুসলমান ও ধার্মিক হিন্দু ভাইয়েরা কোনো ভাবেই মেনে নেবে না। ইসলামকে বিকৃত করে রাজনীতি করার দিন শেষ।
সোমবার বিকেল ৪টায় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হেলাল বলেন, নির্বাচন ও গণতন্ত্র বিরোধীরা পরিকল্পিতভাবে নাশকতা ঘটিয়ে নির্বাচন বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি গণতন্ত্র রক্ষার আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা দেখতে চায়। বারাকপুরের নারী নেত্রীদের উদ্দেশে তিনি বলেন, আমি বারাকপুরে এসে খুব আনন্দিত। আপনাদের ইসলামের জ্ঞান ও সামাজিক শৃঙ্খলা দেখে আমি মুগ্ধ। বেগম খালেদা জিয়া এই দেশের নারীদের মর্যাদা দিয়েছেন- প্রথমবারের মতো মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতাউর রহমান রনু, জেলা মহিলা দলের সভাপতি এড. তছলিমা খাতুন ছন্দা, সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, উপজেলা বিএনপি সভাপতি সাইফুর রহমান মিন্টু, ও সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ