খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২

রিশাদের ঝড়ো ইনিংসে ক্যারিবীয়দের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৫৬ পি.এম | ২১ অক্টোবর ২০২৫


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছে টাইগাররা। আজ মাঠে নেমছে দ্বিতীয় ম্যাচে। শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাল-সবুজের দলের অধিনায়ক মেহেদী মিরাজ। এরপর ব্যাট করতে নেমে আজও স্বাগতিক ব্যাটারদের কালো মাটির পিচে রান তুলতে সংগ্রাম করতে হয়েছে। ক্যারিবীয় বোলাররাও দুর্দান্ত বোলিং করেছেন। স্পিন সহায়ক পিচে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। সৌম্য সরকারের ৪৫ রানের ইনিংসের পর শেষদিকে রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

টসে জিতে অধিনায়ক মেহেদী মিরাজ ব্যাট করার সিদ্ধান্ত নিলে ওপেন করতে নামেন সাইফ হাসান ও সৌম্য সরকার। তবে উদ্বোধনী জুটি আগের ম্যাচের মতই ব্যর্থ হয়েছে। দুজনের জুটিতে স্কোরবোর্ডে ২২ রান উঠতেই আউট হন সাইফ হাসান। আকিল হোসেনের বলে আউট হওয়ার আগে তিনি করেন ১৬ বলে ৬ রান।

এরপর ক্রিজে সৌম্যর সঙ্গী হন তাওহিদ হৃদয়। আগের ম্যাচে হৃদয়ের প্রতিরোধী ইনিংসেই লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। তবে আজ আর দলের হাল ধরতে পারেননি তিনি। সৌম্যর সঙ্গে ১৯ রানের জুটি গড়েই ফিরতে হয় তাঁকে। গুদাকেশ মোতির বলে আউট হওয়ার আগে তিনি ১৯ বলে করেন ১২ রান।

এরপর ক্রিজে আসেন নাজমুল শান্ত। তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। এ দুজনের জুটিতে স্কোরবোর্ডে ওঠে আরও ২৭ রান। দলীয় ৬৮ রানে শান্ত আউট হয়ে সাজঘরে ফিরেন, করেন ২১ বলে ১৫ রান। এরপর ক্রিজে সৌম্যর সঙ্গী হন মাহিদুল অঙ্কণ।

আগের ম্যাচেই অভিষেক হওয়া অঙ্কণ আজ অবশ্য ইনিংস বড় করতে পারেননি। সৌম্যর সঙ্গে তার জুটিতে স্কোরবোর্ডে ওঠে ২৮ রান। ৩৫ বলে ১৭ রান করে অলিক আথানেজের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন তরুণ এই ব্যাটার। এদিকে একপ্রান্তে নিয়মিত উইকেট হারালেও অপরপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখেছিলেন সৌম্য। ব্যক্তিগত অর্ধশতকের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে তা আর শেষ পর্যন্ত পাননি তিনি। দলীয় ১০৩ রানে বিদায় নেন এই ওপেনার।

সাজঘরে ফেরার আগে ৮৯ বলে ৪৫ রান করেন তিনি। এরপর নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহানের সঙ্গে ২৫ ও ৩৫রানের জুটি গড়েছিলেন মিরাজ। শেষদিকে ঝড় তুলেছিলেন রিশাদ হোসেন। তিনি খেলেছেন ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস। ৩ চার ও ৩ ছয়ে আগ্রাসী এই ইনিংস খেলে দলের সংগ্রহ দুশর ওপারে নেন তিনি। তার এই অপরাজিত ইনিংসেই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। মিরাজ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৮ বলে ৩২ রানে।

্রিন্ট

আরও সংবদ