খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

সাতক্ষীরায় আটক ক্যাসিনো সম্রাট লিপু ও আলমের এক দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৩৪ পি.এম | ২১ অক্টোবর ২০২৫


সাতক্ষীরায় আটক মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুসহ ও তার সহযোগী মুছাঈদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখা পুলিশের উপ-পরিদর্শক মিনহাজ উদ্দিনের ১০দিনের রিমান্ডের আবেদন শুনানী শেষে সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৩য় আদালতের বিচারক মাসুমা আক্তার আগামী ২২ অক্টোবর তাদেরকে হেফাযতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন মেহেরপুর জেলার শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে মোরশেদুল আলম লিপু গাজী (২৮) ও একই জেলার বামনপাড়া গ্রামের মাসুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরার ঘোষপাড়ার আব্দুল মালেকের ছেলে রুহুল আমিনকে ক্যাসিনো সামগ্রীসহ গত ৫ অক্টোবর রাতে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পরদিন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক হেমায়েত হোসেন বাদি হয়ে গ্রেফতারকৃত রুহুল আমিন ছাড়াও চারজনের নাম উল­খ করে তালা ও শ্যামনগরের অজ্ঞাতনামা ১২জনের নামে মামলা দায়ের করেন। গত ৯অক্টোবর রাতে বাইপাস সড়ক থেকে পুলিশ তিনটি ল্যাপটপ ও ১৬টি মোবাইলসহ মেহেরপুরের ক্যাসিনো সম্রাট লিপু ও মুছাঈদ আলমকে আটক করে পরে ১৩ অক্টোবর তাদের ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। গত ১৪ অক্টোবর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

 

্রিন্ট

আরও সংবদ