খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২

ফুলতলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

ফুলতলা প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ২১ অক্টোবর ২০২৫


ফুলতলা উপজেলা কৃষি স¤প্রসারণ বিভাগের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ  উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তাসমীন সুলতানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষি স¤প্রসারণ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় ১৫০ জন কৃষকের মাঝে বসত বাড়িতে চাষাবাদের জন্য সবজি বীজ, ২০০ কৃষকদের মাঝে কৃষিক্ষেতে চাষের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও বীজ এবং ২৮৫ জনকে সূর্যমুখি, ৩০ জনকে মুগডাল, ২০০ জনকে সরিষার বীজ বিতরণ করা হয়। 
 

্রিন্ট

আরও সংবদ