খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২

দেবহাটায় শিক্ষকদের ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি

দেবহাটা প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ২১ অক্টোবর ২০২৫


দেবহাটায় এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সখিপুর মোড়ে এ অবস্থান কর্মসূচি পালন করে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। 
এসময় বক্তব্য দেন সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক রেজওয়ানা পারভীন, সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল প্রমুখ। বক্তরা বলেন, দেশের বেসরকারি শিক্ষকদের প্রতি দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আচরণ চলছে। অবিলম্বে শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন না এবং আন্দোলন অব্যাহত রাখবেন। “শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। অথচ আজ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হচ্ছে যা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।” সরকার যেন দ্রুত শিক্ষকদের প্রাপ্য ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে, যাতে শিক্ষকরা স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে ফিরতে পারেন। 

্রিন্ট

আরও সংবদ