খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২

আশাশুনির বড়দলে কনসালটেশন মিটিং অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ২১ অক্টোবর ২০২৫


আশাশুনি উপজেলার বড়দলে স্থানীয় সরকারের স্টান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তিতে কনসালটেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।
বিডফরসিজে প্রকল্পের অক্সফার্ম ইন বাংলাদেশের এবং অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় ইউপি সদস্য জি এম আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আফজাল সানা, দেবব্রত মন্ডল, সত্যরঞ্জন বৈরাগী, হাফিজা খাতুন তমা, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট অফিসার আব্দুল খালেক, বিডফরসিজে প্রকল্পের ফিন্যান্স অফিসার জাকির হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর ইয়ুথ লিডার আশরাফ হোসেন, স্বেচ্ছাসেবক মনিরুজ্জামান টিটু, শাহিনুর ইসলাম সহ যুবক্লাবের সদস্যবৃন্দ। সভায় স্টান্ডিং কমিটিকে শক্তিশালী করতে আগামীতে নতুন সদস্যর অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা হয় এবং এলাকার যেকোন সমস্যা সামাধানে সিপিও সদস্য ও স্টান্ডিং কমিটি একত্রে কাজ করবে বলে সম্মত হয়।

 

্রিন্ট

আরও সংবদ