খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২

আশাশুনির কাদাকাটিতে আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ২১ অক্টোবর ২০২৫


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে বিএনপি’র পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কাদাকাটি বাজারে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণার শুরুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে টেংরাখালীতে শ্রীশ্রী শ্যামাকালী পূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন। দর্শনার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন। কাজী আলাউদ্দীন বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাঁচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছি, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাঁচা থাকবে না, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ-এর উন্নয়ন করা হবে। ভেড়িবাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। আজ থেকে আমার নির্বাচনী প্রচার বড়দল থেকে শুরু করা হলো। অনুষ্ঠানে আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

 

্রিন্ট

আরও সংবদ